সবথেকে সস্তা স্মার্টফোন JIOPHONE NEXT কবে হচ্ছে লঞ্চ, কী হবে দাম এবং ফিচার্স, জানুন সমস্ত কিছু
HIGHLIGHTS:
- JioPhone Next বিশ্বের সবথেকে সস্তা স্মার্টফোন হতে পারে।
- Reliance তার 44 তম বার্ষিক সাধারণ সভায় ঘোষনা করেছে যে ভারতে সবথেকে সস্তার স্মার্টফোন লঞ্চ।
- JioPhone Next এর দাম প্রায় 3500 টাকা হতে পারে।
JioPhone Next Launch Date Price: ভারতের বেশিরভাগ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে রিলায়েন্স জিও এবং গুগল নিয়ে আসছে সবথেকে সস্তা স্মার্টফোন JioPhone Next। সম্প্রতি, Reliance তার 44 তম বার্ষিক সাধারণ সভায় (Reliance AGM 2021), সংস্থা ঘোষনা করেছে যে ভারতে সবথেকে সস্তার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা দুর্দান্ত ফিচার সহ আসবে। তবে অনুমান করা হচ্ছিল যে জিও সবথেকে সস্তা 5G ফোন আসবে, তবে তা ঘটেনি এবং সংস্থাটি 4G স্মার্টফোন আনার কথা জানিয়েছে।
- 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি
একাধিক দুর্দান্ত ফিচার্স
রিলায়েন্স জিও এবং সার্চ ইঞ্জিন ও টেক সংস্থা Google এর সহযোগিতায় JioPhone Next তৈরি করেছে, যেখানে Android Operating Syastem এর স্পেশাল ভার্সন দেখা যাবে। জিও-র প্রথম স্মার্টফোনে Google Play store ট্রান্সলেট নাও, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ অনেক ফিচার্স দেখা যাবে। এর লুক এবং ডিজাইন এর কথা বললে ফোনে রিয়ার পলিকার্বনেট মেটেরিয়াল দিয়ে তৈরি এবং এর ফ্রন্টে পিল আকারের মডিউল দেখা যায়। এটি সামনের এবং পিছন দুটিতে ফ্ল্যাশ এবং সিঙ্গেল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফোনের রিয়ারে জিও-র লোগো দেওয়া হয়েছে এবং এর উপরে ক্যামেরা এবং ফ্ল্যাশ দেখা যায়। রিয়ারে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে।
লীক হওয়া রিপোর্টের মতে, JioPhone Next এ একটি হাই কোয়ালিটি ক্যামেরা থাকবে, যা নাইট মোড, এইচডিআর এনহান্সস এবং স্ন্যাপচ্যাট এআর ফিল্টারকে সাপোর্ট করবে। বলে দি যে বর্তমানে ভারতে ফিচার ফোন জিওফোনের বাম্পার বিক্রি রয়েছে এবং এতে ইউজারদের কাছে অনেকগুলি বিকল্প রয়েছে। 1499 এবং 1999 টাকার প্ল্যান ব্যবহারকারীরা এক বছরের এবং 2 বছরের জন্য বিনামূল্যে ফ্রি কল এবং ডেটা সুবিধা পাচ্ছে।
জিওফোন নেক্সট KEY SPECS, PRICE AND LAUNCH DATE:
1 Comments
Good news ☺️❤️
ReplyDeleteIf you have any doubts, please let me know